হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সাইন্সল্যাবে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের সময় নিহত আরও একজনের পরিচয় মিলেছে। তাঁর নাম সবুজ আলী (২৫)। তাঁর গ্রামের বাড়ি নীলফামারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ তাঁর পরিচয় শনাক্ত করেছে। 

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআইডি নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়েছে। তাঁর নাম সবুজ আলী (২৫)। গ্রামের বাড়ি নীলফামারীর সদর উপজেলায়। তাঁর বাবার নাম বাদশা আলী এবং মায়ের নাম সূর্য বানু। 

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার সাইন্সল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সেখানে মারধরের শিকার হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের একজনের নাম মো. শাহজাহান। তাঁকে সন্ধ্যা সাড়ে ৭টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে শাহজাহানকে সিটি কলেজের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে পাশের পপুলার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শাহজাহানকে একটি অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তখনো তাঁর পরিচয় জানা ছিল না। ঘণ্টাখানেক পরে মা আয়েশা খাতুন এসে ছেলের লাশ শনাক্ত করেন। শাহজাহান স্ত্রী ফাতিহা খাতুনকে নিয়ে কামরাঙ্গীরচরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি নিউমার্কেট এলাকার ফুটপাতে ব্যবসা করতেন। 

একই সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক তাঁর পরিচয়ও জানা যায়নি। তাঁর পরিচয় জানতে সিআইডি তথ্য প্রযুক্তির সহায়তা নেয়। অবশেষে তাঁর নাম জানাল পুলিশ। দুজনের পরিচয়ই নিশ্চিত হয়েছে। এই ঘটনায় নিউমার্কেট থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯