হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া বাস। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে যমুনা সেতু পূর্ব থানা-পুলিশ।

এদিকে সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ চেষ্টা ও অন্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা ও উত্তরবঙ্গগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় ২০-২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহেরুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি অপসারণের আগে মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির