হোম > সারা দেশ > ঢাকা

ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা রাজধানীতে চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, সবাই ছুটিতে যাচ্ছেন, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না। জনগণের নিরাপত্তায় তাঁরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। জনগণ যেন ঝামেলাহীনভাবে বাড়ি যেতে পারেন, যারা ঢাকায় অবস্থান করবেন, তাঁরা যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

যাত্রীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি কেউ দাবি করলে আপনারা অবশ্যই পুলিশ কন্ট্রোলরুমে জানাবেন। তবে আমাদের নজরে দু-একটা ছোট ঘটনা ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় নজরে আসেনি।

তিনি আরও বলেন, মালিকপক্ষকে বলে দেওয়া হয়েছে, প্রত্যেক চালক যেন পর্যাপ্ত বিশ্রাম পান। চালকের কারণে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এর মধ্যে আমরা কয়েকটি বাসে চেক করেছি, চালকদের সঙ্গে কথা বলে দেখেছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিরপুর) মাকসুদুর রহমানস প্রমুখ।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না