হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে বাসচাপায় রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় দুলাল মিয়া (৪০) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান ওই রিকশাচালক।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে ওই অটোরিকশাচালক একজন যাত্রী নিয়ে ডেমরার কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নাগরিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই অটোরিকশাচালক। এ ঘটনায় রিকশার যাত্রী আহত হয়েছেন। তবে তাঁর কোনো কিছু পাওয়া যায়নি।

এসআই আরও জানান, ঘটনার পরপরই ওই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মৃত ব্যক্তির খালাতো ভাই মো. হাবিব জানান, ‘তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছেরসা গ্রামে। দুলালের বাবার নাম মৃত রুস্তম আলী। দুলাল স্ত্রী কারিমা আক্তার ও তিন সন্তানকে নিয়ে যাত্রাবাড়ী শনির আখড়া কচিকণ্ঠ স্কুলের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুলাল অটোরিকশা চালাতেন। ভোরে রিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি। সকালে পুলিশ মারফত জানতে পারি বাসের ধাক্কায় মারা গেছে।’

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার