হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাজিদা তাজরীন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ছাত্র আকাশ মণ্ডল। 

গতকাল সোমবার সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাতুল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন অনিন্দিতা বিনতে আনোয়ার ও অমিত রায়। 

অন্যান্য দায়িত্ব সাংগঠনিক সম্পাদক পদে সাদ্দাম হুসাইন রোহান, সহসাংগঠনিক সম্পাদক পদে রনি হায়দার তুর্য, অর্থ সম্পাদক পদে দুর্জয় বসাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাহাতুল ফেরদৌস রাত্রি, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে সাদিয়া জাহান মিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়াও কমিটিতে ১২ জনকে কার্যকারী সদস্য, ৩৬ জনকে সম্মানিত সদস্য ও ১৪ জনকে বিশেষ সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে। 

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই’ স্লোগানে ২৫ সেপ্টেম্বর, ২০০২ সালে সংগঠনটি পথচলা শুরু করে। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের অন্যতম সদস্য সংগঠন। জলসিঁড়ির প্রযোজনা সংখ্যা ১৫৪টি। গান ও নাটকের ক্ষেত্রে 'জলসিঁড়ি' নিজস্ব সত্তার অধিকারী। সংগীতের বিভিন্ন অঙ্গন এবং নাটকের অধিকাংশ শাখাতেই রয়েছে জলসিঁড়ি'র অংশগ্রহণ। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট