হোম > সারা দেশ > ঢাকা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক দীপু সারোয়ারকে ‘ফোনে হুমকি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক দীপু সারোয়ারকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিক দীপু সারোয়ার দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহসভাপতি। তিনি জানান, তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়াসহ তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। 

দীপু সারোয়ার বলেন, ‘গত রোববার দৈনিক কালবেলায় ‘‘ধনসম্পদের সিপাহসালার কাস্টমসের দুই সিপাহি’’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দুই সিপাহি মনোয়ার হোসেন ও মিনু রহমানের অবৈধভাবে সম্পদ অর্জন ও হাসপাতাল ব্যবসার বিষয়টি উঠে আসে। এই সংবাদের জেরে আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মনোয়ার হোসেন পরিচয়ে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে বলে হুমকি দেন। একই সঙ্গে আমাকে দেখে নেওয়ারও হুমকি দেন।’ 

এ ঘটনায় ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা বলেন, ‘সাংবাদিকতার নিয়মনীতি মেনেই দীপু সারোয়ার প্রতিবেদন করেছেন। এ অবস্থায় তাঁকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়ার পাশাপাশি দেখে নেওয়ার হুমকি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে বাধা। যিনি এই হুমকি দিয়েছেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানাচ্ছি।’

ডিআরইউ নেতারা বলেন, ‘সাংবাদিক সমাজ শুরু থেকেই বলে আসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে এটি বাধা। সাংবাদিকেরা এই আইনের অপপ্রয়োগের শিকার হচ্ছেন। আমরা এই আইনটি অনতিবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট