হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। আজ রোববার দুপুরে নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম (৩০)।

সংবাদ সম্মেলনে সাদ্দাম বলেন, সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারে তাঁর একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ২৫ মার্চ রাতে হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে তিনি রাজি না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই তিনি দোকান চালাতে ভয় পাচ্ছেন।

সাদ্দাম আরও বলেন, ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি। তিনি দাবি করেন, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।

তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী সরকার বলেন, ‘আমার সঙ্গে চলাফেরা করে এমন এক যুবক মাহিনের সঙ্গে সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধ থেকেই মারামারির ঘটনা ঘটে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। চাঁদা দাবির প্রমাণ থাকলে তদন্তে বেরিয়ে আসবে।’

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট