হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার-ইজিবাইক সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস, প্রাইভেট কার ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চর প্রসন্নদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের মোল্লাদি গ্রামের সাহেব আলী (৫০) ও তাঁর ভাতিজা রাজীব শেখ (২২)। তবে দুর্ঘটনায় আহত সবার পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) এম এ নোমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এসআই জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মুকসুদপুরের চরপ্রসন্নদি এলাকায় পৌঁছালে ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ইজিবাইকটি বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাস ও প্রাইভেট কার রাস্তার পাশে পড়ে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের চালক রাজীব। আহত ৯ জনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসআই আরও জানান, শারীরিক অবস্থার অবনতি হলে সাহেব আলী, জান্নাতি ও হাবিবাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সাহেব আলীর অবস্থা খারাপ হলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাঁর মৃত্যু হয়।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ