হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় রাইজিং নীট মিলে ডাকাতি

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের রাইজিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে মিলের ৪৩ লাখ টাকার মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে। রাইজিং নীট টেক্সটাইল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১০ থেকে ১২ জনের সংবদ্ধ একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে গেটের তালা খুলে তাঁদের সঙ্গে আনা কাভার্ডভ্যান মিলের ভেতরে প্রবেশ করায়। পরে ডাকাতদল মিলের ৩ নম্বর গোডাউনের তালা ভেঙ্গে ৩ হাজার ৯ শত ৯৯ কেজি লেকরা ইয়ার্ন ও ১৩৭ কেজি ফিলামেন্ট পলেস্টার ইয়াং লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ১৯ হাজার টাকা।

মিলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনার পরপরই বিষয়টি সাটুরিয়া থানায় জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ, থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, পুলিশ সুপার মানিকগঞ্জ, সিআইডি মানিকগঞ্জ প্রতিনিধি দল ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। এঘটনায় থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন