হোম > সারা দেশ > ঢাকা

চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি ইসলামি ঐক্যজোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উইঘুর মুসলমানদের ওপর চালানো গণহত্যা ও নির্যাতনের কারণে চীনের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামি ঐক্যজোট। এ ছাড়া চীনা পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছে দলটি। 

জাতীয় প্রেস ক্লাবে আজ মঙ্গলবার ‘উইঘুর মুসলিমদের গণহত্যার’ প্রতিবাদে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় এ দাবি তুলে ধরা হয়। সম্মিলিত ইসলামি ঐক্যজোট ও সমমনা ইসলামি দলের নেতারা এ সেমিনারের আয়োজন করে। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত ইসলামি ঐক্যজোটের মহাসচিব খাইরুল আহসান। তিনি পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতার দাবির প্রতি উইঘুরদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাব চীন সরকারের ওপর চাপ সৃষ্টি করুন এবং ব্যারেন বিদ্রোহে গণহত্যার সঙ্গে জড়িত চীনা সেনাবাহিনীর সদস্যদের আন্তর্জাতিক আদালতে বিচারের ব্যবস্থা করুন।’ 

সেমিনারে সভাপতির বক্তব্যে সম্মিলিত ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ‘চীন উইঘুর মুসলিমদের ওপর যে নির্যাতন করছে, এতে কারও কোনো মাথা ব্যথা নেই। আজ সারা বিশ্বের মুসলিম শাসকেরা, যাদের আমরা মুসলমানদের সাহায্যকারী এবং অভিভাবক মনে করি তারাও চীনের অর্থ ও সামরিক প্রভাবে উইঘুর মুসলিম নিধনের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।’ 

আবু জাফর কাসেমী বলেন, ‘উইঘুর মুসলিমদের নিধন করতে চীন যে বর্বর নির্যাতন করছে, তার প্রতিবাদে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে চীনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন।’ 

সেমিনারে আরও বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের সহসভাপতি মাওলানা আবুল কাসেম কাসেমী, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব আজম খান প্রমুখ।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন