রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার শিশুর সবাইকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম। । গতকাল সোমবার রাতে নেত্রকোনা ও ঢাকার সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের।
গত শুক্রবার মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু এবং গত বুধবার আনসার ক্যাম্প এলাকা থেকে আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল।
আজ মঙ্গলবার তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। উদ্ধার হওয়া চার শিশু হলো জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গত বুধবার আনসার ক্যাম্প বিহারি এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া পল্লবী। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এ ছাড়া গত রোববার মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী স্টেলা ও মেরিনা। তবে তারা কী কারণে নিখোঁজ হয়েছিল, পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো জানানো হয়নি।