হোম > সারা দেশ > টাঙ্গাইল

এ অর্জন দেশের জন্য, বললেন তাকরিমের মা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

৪২ তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের ছেলে হাফেজ সালেহ আহমদ তাকরিম (১৩)। এ অর্জনে সারা দেশের মানুষের অভিনন্দনের জোয়ারে ভাসছে তাকরিম। ছেলের এমন অর্জনে খুশি তাকরিমের মা ফাতিমা বেগমও। 

গত বুধবার রাতে মক্কার হারাম শরিফে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকরিমের হাতে ১ লাখ রিয়াল ((প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন মক্কার গভর্নর খালেদ আল-ফয়সাল বিন আবদুল আজিজ। 

ছেলের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তাকরিমের মা ফাতিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে, এ জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই এবং যাঁরা তাকে এতদূর আসতে সাহায্য করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাকরিমের এ অর্জন দেশের জন্য, মানুষের জন্য।’ 

তাকরিমের প্রতিবেশী নাগরপুরের ভাদ্রা গ্রামের তুনিরসহ আরও অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, সে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া মাদ্রাসায় ১ মাস পড়াশোনা করার পর ঢাকায় চলে যায় এবং সেখানে পড়াশোনা শুরু করে। তুনির বলেন, ‘তার এ অর্জনে আমরা এলাকাবাসী আনন্দিত এবং গর্বিত।’ 

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর শুরু হয় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয় বুধবার। এ প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশ থেকে ১৫৩ জন অংশ নেন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৫ প্রতিযোগীকে ২৭ লাখ রিয়াল পুরস্কার দেওয়া হয়। হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামির শিক্ষার্থী। তার বাবা হাফেজ আবদুর রহমান মাদ্রাসার শিক্ষক। 

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন