হোম > সারা দেশ > ঢাকা

এডিসি হারুন ও সানজিদা তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছেন। 

নির্যাতনের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গঠিত তদন্ত কমিটির কাছে নিজেদের বক্তব্য দিয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ ও ডিএমপির সদর দপ্তরের এডিসি সানজিদা আফরিন। তদন্ত সংশ্লিষ্টরা তাদের বক্তব্য লিখিত রেকর্ড করেছেন। শনিবার তাদেরর বক্তব্য নেওয়া হয়। এর আগেও তদন্ত কমিটি তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন।

এর সঙ্গে জড়িত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের বক্তব্য নেওয়া হবে। এর আগে ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের বক্তব্য নেওয়া হয়েছে। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্তের স্বার্থে তদন্ত কমিটি সবার বক্তব্য নেবেন। অনেক তথ্য উপাত্তের বিষয় রয়েছে। তদন্ত সবকিছু বের হবে।

ডিএমপির  তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের বক্তব্য পর্যায়ক্রমে নেওয়া হবে। এছাড়াও আরও যারা অভিযুক্ত পুলিশ সদস্য রয়েছে তাদেরও বক্তব্য নেওয়া হবে।

এই ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে দুই দফার বদলি শেষে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফাকে শাহবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়।

গত ৯ সেপ্টেম্বর ডিএমপির শাহবাগ থানায় দুই ছাত্রলীগ নেতাকে মারধর করা হয়। রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের সঙ্গে বারডেম হাসপাতালে ব্যক্তিগত বিরোধে জড়ান এডিসি হারুন। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের ওপর নির্যাতন করা হয়। এই ঘটনা তদন্ত করছে ডিএমপি।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯