হোম > সারা দেশ > ঢাকা

এডিসি হারুন ও সানজিদা তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছেন। 

নির্যাতনের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গঠিত তদন্ত কমিটির কাছে নিজেদের বক্তব্য দিয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ ও ডিএমপির সদর দপ্তরের এডিসি সানজিদা আফরিন। তদন্ত সংশ্লিষ্টরা তাদের বক্তব্য লিখিত রেকর্ড করেছেন। শনিবার তাদেরর বক্তব্য নেওয়া হয়। এর আগেও তদন্ত কমিটি তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন।

এর সঙ্গে জড়িত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের বক্তব্য নেওয়া হবে। এর আগে ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের বক্তব্য নেওয়া হয়েছে। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্তের স্বার্থে তদন্ত কমিটি সবার বক্তব্য নেবেন। অনেক তথ্য উপাত্তের বিষয় রয়েছে। তদন্ত সবকিছু বের হবে।

ডিএমপির  তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের বক্তব্য পর্যায়ক্রমে নেওয়া হবে। এছাড়াও আরও যারা অভিযুক্ত পুলিশ সদস্য রয়েছে তাদেরও বক্তব্য নেওয়া হবে।

এই ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে দুই দফার বদলি শেষে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফাকে শাহবাগ থানা থেকে প্রত্যাহার করা হয়।

গত ৯ সেপ্টেম্বর ডিএমপির শাহবাগ থানায় দুই ছাত্রলীগ নেতাকে মারধর করা হয়। রাষ্ট্রপতির এপিএস আজিজুল হকের সঙ্গে বারডেম হাসপাতালে ব্যক্তিগত বিরোধে জড়ান এডিসি হারুন। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের ওপর নির্যাতন করা হয়। এই ঘটনা তদন্ত করছে ডিএমপি।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ