হোম > সারা দেশ > ঢাকা

মানবতাবিরোধী অপরাধে ২২ আসামির বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহ ও যশোরের ২২ আসামির বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে ৮৪ ও ৮৫তম প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কো-অর্ডিনেটর মো. সানাউল হক। 

৮৪তম প্রতিবেদনে যশোরের বাঘারপাড়া ও কোতোয়ালি থানা এলাকায় মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় ১৫ আসামির বিরুদ্ধে। এর মধ্যে ডা. লুৎফর রহমান (৭১), খয়বার রহমান (৭০), নুরুল ইসলাম (৬৮), আবুল হোসেন বিশ্বাস (৬৮), আবু বকর (৬৯) ও হোসেন আলী মোল্লা (৭২) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর বাকি ৯ আসামি এখনো পলাতক। 

গ্রেপ্তার হওয়া আসামিরা সবাই মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন। আর বর্তমানে হোসেন আলী জাতীয় পার্টি এবং বাকিরা বিএনপির সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এদিকে ৮৫তম প্রতিবেদনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কোতোয়ালি এবং নেত্রকোনার কেন্দুয়া এলাকায় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয় সাত আসামির বিরুদ্ধে। এই মামলায় সাত আসামির মধ্যে শহিদুল্লাহ ফকির (৭৩), হাবিবুর রহমান ওরফে মেনু মিয়া (৮০) এবং আব্দুল হান্নান ওরফে হান্নান মুন্সি (৭০) গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আর চার আসামি এখনো পলাতক। গ্রেপ্তার হওয়া আসামিরা মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ