হোম > সারা দেশ > গাজীপুর

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পশু–পাখি লুটপাট, ব্যাপক ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদেশি পশু–পাখিও লুটপাট করা হয়েছে। ৫ আগস্ট দুপুরের পর এ ঘটনা ঘটে। পার্কজুড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে দেখা যায়, পার্কের প্রধান ফটকের সামনে সুনসান নীরবতা। প্রধান ফটকে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ রয়েছে গেট। পার্কের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করে চোখে পড়ল ধ্বংসস্তূপ। কোর সাফারির হিংস্র পশু দেখার জন্য নির্দিষ্ট মিনিবাস ভেঙে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে পার্ক অফিস। পার্ক অফিসের সব কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে গেছে। পুরো পার্কের সিসিটিভি ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের দুটি বিশ্রামাগার।

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের শিশুপার্ক। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে পার্কের ন্যাচার হিস্ট্রি মিউজিয়ামে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ডিসপ্লে ম্যাপ। ভাঙচুর চালানো হয়েছে পার্কের অডিটরিয়াম সেন্টার। পার্কের ভেতর থাকা কয়েকটি ফুট পার্ক লুটপাট চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পার্কের পাখিশালা, ময়ূর বেষ্টনী, প্রজাপ্রতির বেষ্টনী, দুটি রেস্টুরেন্ট, পার্কের সব সাইনবোর্ড ব্যানার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে রঙিন মাছের বেষ্টনী।

পার্ক সূত্রে জানা যায়, পার্কের পাখিশালায় থাকা বিদেশি পাখি ম্যাকাউ, ময়ূরসহ বিদেশি অনেক পাখি লুটপাট করে নিয়ে গেছে। এ ছাড়া অনেক পাখির খাঁচা ভেঙে পশুপাখি ছেড়ে দেওয়া হয়েছে। বহু পাখি খাঁচাসহ নিয়ে গেছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুরো পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পার্কের কিছু পশু–পাখি লুটপাট হয়েছে। তবে কত পশু–পাখি লুটপাট হয়েছে এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারব। তবে পার্কের সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কবে পার্কের কার্যক্রম চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন