হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং ছুটিকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ‘ম্যাটারনিটি সুবিধা নিয়ে গার্মেন্টস মালিকদের রক্ত শোষণ এবং সরকারের মালিক তোষণ নীতি-এর প্রতিবাদ’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ পূরণ করে। এই শ্রমিকদের মধ্যে ৩০ লাখই নারী। অথচ পাবলিক সেক্টরে ৬ মাস ম্যাটারনিটি ছুটি ৬ মাস থাকলেও গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরে ম্যাটারনিটি ছুটি ৪ মাস। এক দেশে এ ধরনের বৈষম্য চলতে পারে না। 

তিনি আরও বলেন, ‘শ্রম মন্ত্রণালয় গত ২৫ আগস্ট ম্যাটারনিটি ছুটির আগের মাসের মজুরিকে গড় মজুরি ধরে আর্থিক সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। এটা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রজ্ঞাপন বাতিল করে ম্যাটারনিটি ছুটি ৬ মাস করার পাশাপাশি ছুটির সব সুবিধা নিশ্চিত করতে হবে।’ 

একতা গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি বলেন, আমাদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে। নারী শ্রমিকদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের বাবুল আকতার, একতা গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্কপ এর কো সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলসহ অন্যরা। 

 

 

 

 

 

 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট