হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং ছুটিকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ‘ম্যাটারনিটি সুবিধা নিয়ে গার্মেন্টস মালিকদের রক্ত শোষণ এবং সরকারের মালিক তোষণ নীতি-এর প্রতিবাদ’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ পূরণ করে। এই শ্রমিকদের মধ্যে ৩০ লাখই নারী। অথচ পাবলিক সেক্টরে ৬ মাস ম্যাটারনিটি ছুটি ৬ মাস থাকলেও গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরে ম্যাটারনিটি ছুটি ৪ মাস। এক দেশে এ ধরনের বৈষম্য চলতে পারে না। 

তিনি আরও বলেন, ‘শ্রম মন্ত্রণালয় গত ২৫ আগস্ট ম্যাটারনিটি ছুটির আগের মাসের মজুরিকে গড় মজুরি ধরে আর্থিক সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। এটা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রজ্ঞাপন বাতিল করে ম্যাটারনিটি ছুটি ৬ মাস করার পাশাপাশি ছুটির সব সুবিধা নিশ্চিত করতে হবে।’ 

একতা গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি বলেন, আমাদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে। নারী শ্রমিকদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের বাবুল আকতার, একতা গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্কপ এর কো সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলসহ অন্যরা। 

 

 

 

 

 

 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে