হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে জাটকা ও জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১০-এর অপারেশন অফিসার আমিনুল ইসলাম। 

তিনি বলেন, সোমবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০-এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। আড়তটিতে জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চারজন মাছ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬ লাখ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে। জব্দ করা জাটকা ইলিশ বিনা মূল্যে এতিমখানায় দান করা হয়েছে এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। 

সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর মধ্যে মো. শামীম হোসেনকে নগদ ৫০ হাজার, মো. সবুর গাজীকে নগদ ৫০ হাজার, অতুল কৃষ্ণ দাসকে নগদ ৫০ হাজার, মো. আবু বক্করকে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে