হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কুলিয়ারচরে ৬ ঘণ্টার ব্যবধানে নারী, শিশু ও যুবকের মৃত্যু, আহত দুই

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ কুলিয়ারচরে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে বজ্রপাত, বিদ্যুতায়িত ও ‘আত্মহত্যা’র মতো পৃথক তিন ঘটনায় এক শিশু, যুবক ও এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কুলিয়ারচর, ফরিদপুর ও সালুয়া ইউনিয়নে দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে পৃথক তিনটি মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর ইউনিয়নের নাপিতের চর পূর্বপাড়া গ্রামে বজ্রপাতে আর্জিনা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা চাচাতো বোন সিনথিয়া (১২) পিতা সাইফুল ইসলাম ও দাদি মোস্তাফা বেগম (৭০) গুরুতর আহত হন। তারা বিকেলে দাদির সঙ্গে প্রতিবেশী চিত্তরঞ্জনের মৃত্যু খবরে দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। এতে ঘটনাস্থলেই আর্জিনা নিহত হয় এবং বাকি দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায়।

অন্যদিকে একই সময়ে একই ইউনিয়নের ফরিদপুর পশ্চিমপাড়া এলাকায় মাসুদা বেগম (৪৫) নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী নারী নিজ বসতঘরে সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেন। তাাঁর স্বামীর নাম মিলন মিয়া। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে ইয়াসিন মিয়া ওরফে সুজন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘদিনের জায়গা-জমির বিরোধের জেরে প্রতিবেশী কালাচাঁন মুনশি এ ঘটনা ঘটিয়েছেন।

নিহত ইয়াসিরের পরিবার জানায়, গত সোমবার নিজেদের ঘরের ওপর রেইনট্রি গাছের ডাল ছাঁটাই করেন তাঁরা। রেইনট্রি গাছের ডাল ছাঁটাইয়ের আগে ঘরের চালের ওপর দিয়ে নেওয়া কালাচাঁন মুনশির সেচ পাম্পের বৈদ্যুতিক তার সরিয়ে নিতে বলেন তাঁরা। কিন্তু কালাচাঁন মুনশি বিদ্যুতের তার চালের ওপর থেকে সরালেও তাঁদের হত্যার উদ্দেশ্যে ঘরের সামনে শজনে গাছে তারের মাথা পেঁচিয়ে রাখেন এবং বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। আর এতেই ইয়াসিন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিদ্যুতায়িত ও আত্মহত্যার পৃথক দুটি ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বজ্রপাতের নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ