হোম > সারা দেশ > ঢাকা

‘শিক্ষার্থীদের ক্ষতির দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয়করণের যৌক্তিক দাবি মেনে নিলে শিক্ষকদের আর আন্দোলন করতে হতো না। এখন ক্লাস না করতে পারায় শিক্ষার্থীদের এই ক্ষতির দায় কে নেবে? শিক্ষামন্ত্রীকেই এই দায় নিতে হবে। আন্দোলনরত মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এসব কথা বলেছেন শিক্ষকেরা।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৫ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি থেকে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে এক শিক্ষক বলেন, ‘আমরা তো রাস্তায় নামতে চাইনি। জাতীয়করণের দাবি মেনে নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আজ শিক্ষকেরা ক্লাস ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না। সামনে পরীক্ষা, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ জন্য শিক্ষকেরা দায়ী নয়। এই দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে। জাতীয়করণ করা হলে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থী, অভিভাবক সবাই লাভবান হবে।’

এ সময় জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে আবারও ঘোষণা দেন শিক্ষকেরা।

আজকের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদসহ শিক্ষক নেতারা।

জাতীয়করণের দাবিতে আন্দোলনে কয়েক শ শিক্ষক জড়ো হওয়ায় প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা