বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে আজ রোববার। একে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। কোনো বাস কিংবা ট্রাক চলাচলের চেষ্টা করলে আটকে দিচ্ছেন শিক্ষার্থীরা। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন কাজে বের হওয়া মানুষ।
আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র লক্ষ করা যায়। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বর্তমানে শুধু বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এদিকে সকালের দিকে কিছু ট্রাক ও কাভার্ড ভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে এসব যানবাহনকে শিক্ষার্থীরা আটকে রাখেন।
বিল্লাল হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ‘অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনো যানবাহন নেই। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি।’
শাওন নামের অপর এক ব্যক্তি বলেন, এক জরুরি কাজে ঢাকার উদ্দেশে বের হয়েছিলাম। কোনো যানবাহন না থাকায় রিকশা দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যস্থলে যেতে হচ্ছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছেন। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।