হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান

টাঙ্গাইল প্রতিনিধি 

আগুনে দোকান পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

লাউহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনসুর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকালে রফিকুল ইসলামের তেলের দোকানে লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত।

সঙ্গে সঙ্গে তেলের লরিসহ পুরো দোকানে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তাপপ্রবাহ মাত্রাতিরিক্ত থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে কাছে যেতে পারছিলেন না। পরে দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ আল নূর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেলা ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে