হোম > সারা দেশ > ঢাকা

জবি ক্যাম্পাসে ছাত্রলীগের তদন্ত কমিটিকে সঙ্গ দিলেন অভিযুক্ত নেতারাই

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। আজ মঙ্গলবার তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে অভিযুক্ত নেতা–কর্মীদের প্রটোকল নিয়েই তাঁদের ঘুরতে দেখা যায়। 

মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির দুই সদস্য—ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিনে তদন্ত করতে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁদের প্রটোকল দিয়ে নিয়ে যান শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য তাহসান আহমেদ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে এসেছি। তাঁদের বারবার বলেছি যেন আমাদের সঙ্গে না আসে। তবে কেউ যদি এসে আমাদের সালাম দেয়, সঙ্গে থাকার চেষ্টা করে তাহলে আমরা তো আর গায়ে হাত দিতে পারি না! আমরা সর্বোচ্চ বলতে পারি তোমরা সরে যাও, আমাদের আশপাশে থেকো না। তাদের যতটুকু বুঝিয়ে বলা যায় আমরা ততটুকু চেষ্টা করেছি। তবে একটা পর্যায়ে যখন আমরা ভিসির রুমে যাই তখন তাদের সরাসরি না করে দিই যে আমাদের সঙ্গে তোমরা কেউ আসবে না।’ 

গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক