হোম > সারা দেশ > ঢাকা

এসির বিস্ফোরণে দগ্ধ উত্তরা মটরসের কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: এসির বিস্ফোরণে দগ্ধ উত্তরা মটরসের কর্মকর্তা মেহদাদুর রহমান ডুরান্ড (৫০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি।

১৯ জুন গুলশানের নিজ বাড়িতে দগ্ধ হন ডুরান্ড। পরে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আবুল কালাম ডুরান্ডের মৃত্যু নিশ্চিত করে জানান, তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া ইনহেলেশন বার্ন ছিল।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) বায়েজীদ বোস্তামী বলেন, মেহদাদুর রহমান উত্তরা মটরসের ডিএমডি ছিলেন। ১৯ জুন রাতে নিজ বাসায় এসির গোলযোগ থেকে আগুনে দগ্ধ হন তিনি। ভোরের দিকে তাঁকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী-সন্তান জাপানে আছেন। ইনস্টিটিউটে উত্তরা মটরসের অন্য কর্মকর্তারা আছেন। মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত