হোম > সারা দেশ > ঢাকা

রানা প্লাজা ধসের ১১ বছর: মামলা নিষ্পত্তি না হওয়ায় ব্লাস্টের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারে রানা প্লাজা ধসের ঘটনার ১১ বছর পরও মামলার নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে এক আলোচনা সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় ব্লাস্টের পক্ষ থেকে মামলা দ্রুত নিষ্পত্তিকরণে বেশ কিছু সুপারিশও দেয় ব্লাস্ট।

আলোচনা সভায় রানা প্লাজা ধসের নানা দিক তুলে ধরেন ব্লাস্টের আইনবিষয়ক পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বরকত আলী। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় উচ্চ আদালতে চলমান রিটসহ মোট ১৯টি মামলা দায়ের হয়েছিল। কিন্তু ১১ বছরেও এসব মামলা নিষ্পত্তি না হওয়া দুঃখজনক।

বরকত আলী আরও বলেন, ‘কী কারণে মামলাগুলোর বিচারকাজ শেষ হচ্ছে না, তা জানি না। কিন্তু খুব দ্রুত এসব মামলার নিষ্পত্তির জন্য আমরা প্রতিবছর বলেই আসছি।’

বরকত আলী আরও জানান, মামলায় একজন ছাড়া সব আসামি জামিনে রয়েছে। এর মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক শ্রম আদালতে দায়েরকৃত ফৌজদারি মামলাগুলোতে বর্তমানে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

দ্রুত নিষ্পত্তিকরণে যেসব সুপারিশ
১) দায়েরকৃত ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তিকরণে আদালত, আসামিপক্ষের আইনজীবী, পিপি, সাক্ষীসহ সংশ্লিষ্ট সবার অধিক সংবেদনশীল হতে হবে।
২) শ্রম আদালতে দায়েরকৃত ফৌজদারি চলমান মামলার তারিখগুলো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতকরণে মন্ত্রণালয়ের তদারকি বৃদ্ধি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৩) দীর্ঘদিন অতিবাহিত হলেও মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার কারণ চিহ্নিত করতে হবে এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিগণকে জবাবদিহির আওতায় আনতে হবে।
৪) এ মামলাগুলোকে অধিক স্পর্শকাতর মামলা হিসেবে বিবেচনা করতে হবে এবং বিশেষ ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
৫) মামলার অগ্রগতি সম্পর্কে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে হবে।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত