হোম > সারা দেশ > ঢাকা

কৃষিপণ্য পরিবহনে চলবে চার জোড়া বিশেষ পার্সেল ট্রেন

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার থেকে দেশব্যাপী চলাচলে নিষেধাজ্ঞার সময় কৃষিপণ্য পরিবহনে চলবে বিশেষ ট্রেন।

আজ মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, বিধিনিষেধের সময় সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল করবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনে আগামীকাল থেকে চারটি রুটে চলবে চার জোড়া পার্সেল ট্রেন।

রুটগুলো হলো- ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সরিষাবাড়ী, খুলনা-চিলাহাটি ও পঞ্চগড়-ঢাকা।

রেলমন্ত্রী জানান, বিশেষ এই পার্সেল ট্রেনে কৃষিজাত পণ্য যেমন, শাক-সবজি, দেশীয় ফলমূলসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ রেয়াত ও অন্যান্য সব ধরনের চার্জ মওকুফ করা হবে। 

রুটভিত্তিক ভাড়ার বিষয়ে মন্ত্রী জানান, ঢাকা-সিলেট ৩১৯ কিলোমিটার রুটের জন্য কেজিপ্রতি ১ টাকা ১১ পয়সা, ঢাকা-চট্টগ্রাম রুটে ৩৪৬ কিলোমিটারের জন্য কেজিপ্রতি ১ টাকা ১৭ পয়সা, চট্টগ্রাম-সরিষাবাড়ী ৪৬৯ কিলোমিটারের জন্য ১ টাকা ৩৫ পয়সা, চট্টগ্রাম-সিলেট রুটে ৩৯০ কিলোমিটারের জন্য ১ টাকা ৩০ পয়সা, খুলনা-চিলাহাটি রুটে ৪৯০ কিলোমিটারের জন্য ১ টাকা ৩৬ পয়সা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল-ঢাকা রুটে ৫৯৩ কিলোমিটারের জন্য ১ টাকা ৫৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ রেলের অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গতবছর লকডাউনেও বাংলাদেশ রেলওয়ে কৃষিপণ্য পরিবহনে চালু করেছিল বিশেষ পার্সেল ট্রেন, আম পরিবহনে ম্যাংগো স্পেশাল ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে চালু করা হয়েছিল ক্যাটল ট্রেন।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট