হোম > সারা দেশ > ঢাকা

চালকদের খালি মারেন জবির প্রধান প্রকৌশলী, তাঁর দাবি— হাত তুলে সিগন্যাল দেন

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে পরিবহন পুলের গাড়ি চালকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। তবে একাধিক চালকের গায়ে হাত তোলা ও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান প্রকৌশলী। 

জানা যায়, গত ১৫-২০ দিন আগে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্দেশ্যে পরিবহন পুলের নির্ধারিত গাড়ি করে রওনা দেন প্রধান প্রকৌশলী হেলাল। পথিমধ্যে প্রকৌশলী ফোনে কথা বলার সময়ে গাড়িচালক বিপ্লবের মোবাইল ফোনেও কল করেন পরিবহন পুলের এক কর্মকর্তা। 

তখন চালক বিপ্লব ফোন রিসিভ করে কথা বলতে লাগলে পেছন থেকে থাপ্পড় মেরে বসেন প্রধান প্রকৌশলী। এ ঘটনা জানাজানি হওয়ার পর পরিবহন পুলের একাধিক চালক প্রকৌশলীর এমন অমানবিক আচরণের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের অফিসে। নিজের ব্যক্তিগত গাড়ি চালক মোখলেসকেও বিভিন্ন সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে। 

এ বিষয়ে চালক বিপ্লব আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু অফিস থেকে ফোন এসেছে আমাকে রিসিভ করতেই হতো। কিন্তু প্রধান প্রকৌশলী আমাকে পেছন থেকে ঘাড় ধরে থাপ্পড় দেয়। তখন আমি ওনাকে আর কিছু বলিনি। ক্যাম্পাসে এসে পরিবহন প্রশাসককে বিষয়টি জানিয়েছি। স্যার আমাকে বিষয়টি দেখবেন বলেছেন।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন পুলের একাধিক গাড়িচালক আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময় প্রকৌশলী আমাদের সঙ্গে অমানবিক আচরণ করে। এসব ঘটনার পর আমরা চেয়েছিলাম সব গাড়ি বন্ধ করে দিতে কিন্তু পরিবহন প্রশাসকের আশ্বাসে আমরা এমনটা করিনি। 

পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িচালকরা প্রধান প্রকৌশলীর এমন আচরণের বিষয়টি আমাকে জানিয়েছিল। তখন আমি প্রকৌশলীকে ডেকে বিষয়টি জিজ্ঞেস করেছি। তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন।’

এমন অভিযোগের বিষয়ে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে বিষয়টি এমন ছিল না। অনেক সময় গুরুত্বপূর্ণ কল আসে আমার। তখন চালকেরা কথা বলতে লাগলে আমি পেছন থেকে সিগন্যাল দিয়ে থাকি হাত দিয়ে।’

একাধিক চালকের অভিযোগের বিষয়ে প্রকৌশলী বলেন, ‘হয়তো অনেককেই এই সিগন্যাল দিয়ে থাকতে পারি। এটা শুধুই সিগন্যাল ছিল, অন্য কিছু নয়। আমি কারও সঙ্গে অমানবিক আচরণ করেছি বলে তো আমার মনে পড়ে না।’

সিদ্ধার্থ ভৌমিক আরও বলেন, ‘পরিবহন পুলের কোনো কর্মকর্তা চালকদের ফোন করলে তাঁরা কল ধরতে বাধ্য। পরিবহন পুলের তিন-চারজন চালক প্রকৌশলীর কাছে মার খাওয়ার বিষয়টি জানিয়েছে আমাকে। আমি উপাচার্যকে বিষয়টি জানিয়েছি। প্রকৌশলীর ব্যক্তিগত চালকও বলেছে, তাঁকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেওয়াসহ গালিগালাজ করেন তিনি।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে