হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্কুলছাত্র হৃদয় হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মো. হৃদয় নামে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে হত্যা মামলার প্রধান আসামি দশম শ্রেণির ছাত্র মো. আবির ওরফে আমিনুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে হৃদয়কে হত্যার কথা স্বীকার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন। 

গ্রেপ্তার হৃদয় উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া চকপাড়া গ্রামের আলমের ছেলে। গতকাল শুক্রবার হাদিরা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিহত মো. হৃদয় ও হত্যা মামলার প্রধান আসামি আবির দুজনই শিমলা পাবলিক উচ্চবিদ্যালয়ের ছাত্র।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট সকালে শিমলা বাজারে যাওয়ার কথা বলে হৃদয় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে তার ভ্যানচালক বাবা মোস্তফা ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের সাত দিন পর গত রোববার (২৮ আগস্ট) সকালে পলশিয়া গ্রামের এক বাঁশঝাড়ের পাশের ডোবা থেকে হৃদয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হৃদয়ের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি