হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে হামলা হতে পারে— প্রচার চালানো ব্যক্তি আটক: জিএমপি কমিশনার

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে 

ইজতেমা ময়দানে জিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

তৃতীয় ও শেষ ধাপের ইজতেমায় হামলা হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ে। সেই প্রচার চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আজ শনিবার দুপুরে ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ওই ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নাজমুল করিম খান বলেন, ‘এখানে (ইজতেমা ময়দান) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে সমাবেশে লোকসমাগম না হয়, সে জন্য করা হতে পারে। আমি আপনাদের অনুরোধ রাখব, এটিতে ভয় পাওয়ার কিছু নাই।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মাঠে কোনো বোম নাই, নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। কিন্তু এরপর কখনো ঢুকবে না, সেটি আমরা ফেলে দিতে পারি না। আমরা সে জন্য চেকপোস্ট বসিয়েছি। তবে হামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আমার মনে হয় না এটি কোনো নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, আমরা এটিকে কোনো হুমকি মনে করছি না। সারা দেশে যেহেতু ডেভিল হান্ট চলছে, আগেও আপনাদের বলেছি, ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতকারী এ ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেদিকে আমাদের লক্ষ্য আছে।’

নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও বলেন, ‘এখানে যারা মাঠে মুরুব্বিরা আছেন, তাঁরাও তাঁদের স্বেচ্ছাসেবী সার্ভিসের জন্য প্রচুরসংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তাঁরাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি, নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারদিকে লোক রেখেছি, আছে, আমরা প্রহরা রেখেছি, আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’

ড. নাজমুল করিম বলেন, আগামীকাল দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। গত দুই ধাপের চেয়ে এবারের ট্রাফিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হয়েছে। বিআরটি প্রকল্পের উড়াল সেতু দিয়ে একটি লেনে যান চলাচল স্বাভাবিক থাকবে।

তবে এ বিষয়ে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ময়দানে মুসল্লিদের মধ্য থেকে প্রতিটি খিত্তায় কয়েকজন করে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আলোচনা করা হচ্ছে। আশা করছি, নির্বিঘ্নে ইজতেমা পালন করতে পারব।’

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক