হোম > সারা দেশ > ঢাকা

নিজের উচ্চতার সমান গভীর ড্রেন বানাবেন মেয়র আতিক 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখান থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ছয় ফুটের বেশি গভীর ড্রেন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

রাজধানীর উত্তরার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি। দক্ষিণখান থেকে কাঁচকুড়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় যে ড্রেনগুলো বসবে সেগুলো আমার সমান—৬ ফিট ১ ইঞ্চি উচ্চতার। আমি এক ফুট, দুই ফুট ড্রেন দিতে পারতাম, আর আপনারা বাহবা দিতেন। বলতেন, কাজ কিন্তু হচ্ছে। সেই কাজ অ্যাটলিস্ট আমি করব না। কারণ আমি চিন্তা করি, আগামী ৫০ বছর যেন কোনো সমস্যা না হয়।’ 

মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন, কিছু কিছু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিজে কাজ শুরু করেছে। আমি কোনো কন্ট্রাক্টর দিই নাই ওই এলাকায়। কন্ট্রাক্টর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা নিজেই কাজ করছে। এর জন্য অনেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, মেয়র সাহেব এই কাজগুলো আমাদের দিলেই পারতেন।’ 

মেয়র আরও বলেন, ‘যেহেতু আমাদের বাজেট পেতে অসুবিধা হচ্ছে, সেহেতু সিটি করপোরেশনের অন্য বাজেট বন্ধ করে ২০০ কোটি টাকার বাজেট দিয়েছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আরেকটু কষ্ট করতে হবে। তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু যে কাজ করে দিব, আগামী ৫০ বছরেও হাত দিতে হবে না।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে মেয়র আতিক বলেন, ‘ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া। শেখের বেটি তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া.... শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা।’ 

সভাপতির বক্তব্যে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।’ 

এর আগে দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন ডিএনসিসির উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকার নতুন ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা মেয়রের সামনে তুলে ধরেন। 

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, নাসির উদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরার নেতারা উপস্থিত ছিলেন।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব