হোম > সারা দেশ > মাদারীপুর

সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

মাদারীপুর প্রতিনিধি

নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শাজাহান খান সেতুর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা। 

নিহত দুই শিক্ষার্থী হলো মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) এবং একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। এরা দুজনই জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই। 

পরিবার ও এলাকাবাসীর বরাতে সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে ‘শাজাহান খান সেতু’র দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এ সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হয় তারা। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজীর মৃত্যু হয়। পরে মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসে স্বজনেরা। দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

এ বিষয়ে জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল মাতব্বর বলেন, ‘শিক্ষার্থী জনি ফরাজী নবম শ্রেণিতে মানবিক শাখার ছাত্র ও নাঈম একই বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এরা খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। তাদের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আর প্রত্যেক অভিভাবকের উচিত মোটরসাইকেল ব্যবহারে সন্তানদের সতর্ক রাখা। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর জন্যই এত বড় দুর্ঘটনা দেখতে হলো।’ 

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা আরও বলেন, ‘রাতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার তাদের মরদেহ নিয়ে গেছে। প্রত্যেকের পরিবারের উচিত উঠতি বয়সী ছেলেমেয়েদের মোটরসাইকেল চালানোর বিষয়ে সাবধান করে দেওয়া।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন