হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় এসে সংঘর্ষে জড়ালেন মঠবাড়িয়ার আওয়ামী লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মাতব্বর ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল আহমদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সেলিম মাতব্বর অভিযোগ করে বলেন, তিনি তাঁর কয়েকজন অনুসারীকে নিয়ে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা করে ফেরার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছেন। এ বিষয়ে তাঁকে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।

তবে যুবলীগ নেতা সোহেলের দাবি, হামলার ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে। এর বেশি কিছু নয়।

এ প্রসঙ্গে জানতে জাহাঙ্গীর কবির নানককে ফোন করলে তাঁর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব বলেন, এ ধরনের ঘটনা আমাদের নলেজে নাই। আমরা নিচে হাউকাউ শুনেছিলাম। পরে সেখানে গিয়ে কাউকে দেখি নাই।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে