হোম > সারা দেশ > ঢাকা

রোগী বহনের নামে টাকা আদায়, ঢামেকে ২১ হুইলচেয়ার জব্দ

ঢামেক প্রতিবেদক

জব্দ করা হুইলচেয়ার। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ার করে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।

আজ বুধবার (৭ মে) দুপুরে হাসপাতালের উপপরিচালক মো. আশরাফুল আলমের নেতৃত্বে হাসপাতালের ভেতর ও চত্বরে অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ও সর্দার মোখলেছুর রহমান।

অভিযানকালে হুইলচেয়ার বহনকারীরা পালিয়ে যান। এ ছাড়া হাসপাতাল চত্বরে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকা বেশ কিছু হুইলচেয়ারও জব্দ করা হয়।

উপপরিচালক আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। এখানে প্রতিদিন হাজারো রোগী আসে। এই সুযোগে দালাল চক্র সক্রিয় হয়ে পড়ে। আজকের অভিযানে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। দালালদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দালালদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, এই হুইলচেয়ার বহনকারীরা বছরের পর বছর সবার সামনেই হাসপাতালে রোগী বহনের কাজ করেন অর্থের বিনিময়ে। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে, রোগীদের ফুসলিয়ে হুইলচেয়ারে নেওয়ার পর বাইরের কোনো হাসপাতালে নিয়ে অর্থের বিনিময় ভর্তি করা। চক্রের অধিকাংশরা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর আত্মীয় বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আজ জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এগুলো হাসপাতালের নয়। ভবিষ্যতে এই চক্র ফের সক্রিয় হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব