হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ফুটপাতের আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ ও জরিমানা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা আড়াই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত সড়কে সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির আদালত-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুব হাসান। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, স্থানীয় ব্যবসায়ী ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। 

অভিযান শেষে ডিএনসিসির আদালত-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে অবৈধভাবে গড়ে ওঠা আড়াই থেকে তিন শত ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় ৭টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কাউকে আটক বা সাজা দেওয়া হয়নি। সড়কের এসব ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ করে সড়কটিকে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।’ 

জরিমানার কারণ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন, ‘ফুটপাত দখল করা, ট্রেড লাইসেন্স না থাকা, লাইসেন্সের কর কম প্রদান করে ব্যবসা পরিচালনার পর এসব জরিমানা করা হয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় এমপি, কাউন্সিলর, বিভিন্ন মার্কেটের নেতা-কর্মীরা আমাদের সহযোগিতা করেছেন।’

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে