হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে শ্বশুর হত্যা মামলায় জামাতা গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

শ্বশুর হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে আলোচিত শ্বশুর আব্দুল হালিম হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘিওর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। একইদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, গত ২৩ অক্টোবর উপজেলার মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তাঁর স্বামীর হত্যার মামলা দায়ের করেন।

নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাঁর মেয়ে বীথি আক্তারের স্বামী মো. মামুন। তবে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।

গত ২২ অক্টোবর রাতে আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুন্দুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হালিমকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির