হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে গেট খোলা নিয়ে তর্কাতর্কি, ভাড়াটিয়ার ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গভীর রাতে বাসায় ফেরার পর গেট খোলা নিয়ে তর্কাতর্কির জেরে গত রোববার ছুরিকাঘাতে খুন হন নিরাপত্তাকর্মী আজিম ইসলাম (৫৫)। দিবাগত রাত ৩টার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে ৫৯ নং মিয়া টাওয়ারে ঘটনাটি ঘটে।

আজ মঙ্গলবার এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া নিয়ামুল হক সাগর (২০)। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিকেলে সাগরকে আদালতে হাজির করে শেরে বাংলা নগর থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই নিয়ামুল হক সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। পরে আদালত তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

এর আগে রোববার গভীর রাতে ছুরিকাঘাতে আঘাতপ্রাপ্ত হন নিরাপত্তাকর্মী আজিম। মারাত্মক জখম ও মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আজিম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তাঁর স্ত্রী ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

আদালত সূত্রে জানা গেছে, সাগর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তিনি ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। তিনি কৃষি গবেষণা নার্সারির অফিস সহকারী। ওই দিন গভীর রাতে বাসায় ফেরায় নিরাপত্তাকর্মী তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। কথা–কাটাকাটির একপর্যায়ে তিনি ছুরি দিয়ে বুকে, পেটে ও পিঠে চার-পাঁচটি আঘাত করেন। ওই সময় ধস্তাধস্তিতে তাঁরও হাত কেটে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। এ সময় নিরাপত্তা কর্মীকেও হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তা কর্মী মারা যাওয়ায় হাসপাতাল থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ঘটনায় সাগরের বিরুদ্ধে শেরেবাংলা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত আজিমের ভাই আব্দুল আজিজ।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু