হোম > সারা দেশ > ঢাকা

প্রথম দিনের ঈদযাত্রা: টিকিট ও এনআইডি ছাড়া ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্রিম টিকিটে ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর রেলস্টেশন রয়েছে সুশৃঙ্খল। তিন স্তরে টিকিট চেকের পর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাত্রীদের। টিকিটের কপি ও জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পূর্বাঞ্চল ছাড়া বাকি ট্রেন ছেড়েছে সময়মতো। আজ সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্টেশনে আগের মতো নেই অতিরিক্ত যাত্রীর ভিড়। 

স্টেশনের শুরুতে রয়েছে বাঁশের তৈরি পাঁচটি ফটক। প্রথমে সেখানে পাঁচজন টিটিই যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র চেক করছেন। তাঁদের সঙ্গে আছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনী (আএনবি) ও রোভার স্কাউটের সদস্যরা। পাশেই রয়েছে র‍্যাব ও পুলিশের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ। এর বাইরে আছেন ভ্রাম্যমাণ আদালত। এই গেট পার হয়ে স্টেশনে প্রবেশে লোহার মেইন তিনটি গেটে হচ্ছে দ্বিতীয় চেকিং। এ ছাড়া স্টেশনে প্রবেশের পর আবার চেক করা হচ্ছে। এ ক্ষেত্রে টিটিই ব্যবহার করছেন পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন।

ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, স্টেশনে প্রবেশের জন্য একজন যাত্রীর চার স্তরের চেকিং সম্পন্ন করতে হচ্ছে। যাঁদের টিকিট আছে তাঁদের কোনো অসুবিধা হচ্ছে না। যাঁরা বিভিন্ন মাধ্যম থেকে টিকিট সংগ্রহ করেছেন, তাঁরা হয়তো অসুবিধায় পড়েছেন।

এদিকে এমন চেকিংয়ের পরও সন্তুষ্টি রয়েছে যাত্রীদের মধ্যে। চেকিং শেষে যাত্রীরা জানান, অনলাইনে অনেক সময় নিয়ে টিকিট কেটেছেন তাঁরা। এখন এখানে যে ব্যবস্থা তাতে ভালো লাগছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন টিটিই আজকের পত্রিকাকে বলেন, প্রায় সব যাত্রীর টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মিল আছে। যাত্রীরা আন্তরিকতার সঙ্গেই টিকিট দেখাচ্ছেন। যাঁদের মিল নেই, তাঁদের স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন নির্দেশনা দেওয়া আছে।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ‘কুমিল্লার ঘটনার জন্য আমাদের পূর্বাঞ্চলের ট্রেন একটু দেরিতে ছেড়েছে। আর সোনার বাংলার যাত্রা ১৯ তারিখ করা হয়েছে। কেউ টিকিট বাতিল করতে চাইলে সেই ব্যবস্থাও আছে।’

কমলাপুরের সার্বিক অবস্থা নিয়ে মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ‘এখান থেকে ট্রেন সুষ্ঠুভাবে যাত্রা করছে। আশা করি বিমানবন্দর ও জয়দেবপুরেও এই ধারা অব্যাহত থাকবে। ৫২ জোড়া ট্রেনে প্রতিদিন প্রায় ৫০ হাজার যাত্রী ঢাকা ছাড়বে।’

গতকাল রোববার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, যাঁরা টিকিট সংগ্রহ করতে পারবেন, তাঁরাই শুধু যাত্রী। টিকিটবিহীন কেউ যেন জোর করে তথাকথিত ট্রেনের যাত্রী হতে না পারেন, সবাই মিলে সেই চেষ্টা অব্যাহত রাখব।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন