হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে মামুনের প্রতারণার টার্গেট প্রবাসী নারীরা, হাতিয়েছে লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রবাসী নারীদের সঙ্গে ফেসবুকে প্রতারণা করে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী নারীদের টার্গেট করে মামুন নামের এই যুবক প্রতারণা করে আসছেন। সম্প্রতি ভুক্তভোগী এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সুনামগঞ্জের দোয়ারা বাজার থেকে অভিযুক্ত এই যুবককে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল উদ্ধার করে সাইবার পুলিশ। 

আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। 

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, মামুন তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পর্কে পারদর্শী। সে নিজেই ফিশিং লিংক তৈরি করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারে পাঠাত। বিশেষ করে সে প্রবাসী নারীদের টার্গেট করতেন। 

ফেসবুক আইডি হ্যাক সম্পর্কে তিনি বলেন, প্রবাসী নারীদের ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাঁদের সঙ্গে পরিচিত হতেন মামুন। ফিশিং লিংক (ফেসবুকের মতো দেখতে নকল আরেকটি ফেসবুক সাইট) তৈরি করে সেই লিংক ইনবক্সে শেয়ার করতেন। মামুন টার্গেট ভুক্তভোগীকে বলতেন 'আমি আমেরিকায় একটি ফটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমাকে একটি ভোট দিন।’ ভোট দেওয়ার  জন্য ওই লিংকে কেউ প্রবেশ করতে চাইলে ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিতে হয়। তখন মামুনের কাছে ওই ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড চলে যায়। পরবর্তীতে মামুন আইডি পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করে, ভুক্তভোগীর ফেসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে। এরপর সে নিজেই ওই ফেসবুক আইডি থেকে তার নিকট আত্মীয়দের হতে বিভিন্ন অজুহাতে টাকা নেয়। এ ছাড়াও  ভুক্তভোগীর কাছে হতে মোটা অঙ্কের টাকা দাবি করে। 

হাফিজ আক্তার জানান, ফিশিং লিংক ব্যবহার করে প্রবাসী নারীদের সঙ্গে প্রতারণার করা এই মামুনের বাড়ি সুনামগঞ্জে। এসএসসি পাস মামুন স্থানীয় একটি ট্রেনিং সেন্টার থেকে আইটির ওপর একটি কোর্স করে প্রতারণা শেখেন। এর আগেও ফেসবুক হ্যাকের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল মামুনের বিরুদ্ধে। 

ডিবির এই কর্মকর্তা বলেন, এসব প্রতারণা করেই মামুন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার মাধ্যমে আয় করা টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। এ বিষয়ে বিস্তারিত আরও জানার জন্য মঙ্গলবার বিজ্ঞ আদালত মামুনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

ফেসবুক আইডি হ্যাক প্রতিরোধে ডিবির এই কর্মকর্তা সাতটি নির্দেশনার কথা বলেন-
 ১. যাচাই না করে কোনো  ধরনের ইউআরএল লিংক ক্লিক করা থেকে বিরত থাকুন। 
২. কোনো  ইউআরএল লিংকে ক্লিক করার পর কোনো  ফেসবুক পেজে বা অন্য কোথাও রিডাইরেক্ট হলে লগইনের জন্য ফেসবুক আইডি/পাসওয়ার্ড প্রদান করা থেকে বিরত থাকুন। 
৩. আপনার ফেসবুক আইডিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সঙ্গে একটি ই-মেইল অ্যাড্রেস যোগ করে রাখুন। 
৪. অথরাইজড লগইন অপশন চেক করুন। 
৫. ফেসবুক আইডি বা মেসেঞ্জারে একান্ত ব্যাক্তিগত তথ্য ছবি ভিডিও কথপোকথন রাখা থেকে বিরত থাকুন। 
৬. মোবাইলে আসা নোটিফিকেশনে হ্যাঁ/না ক্লিক করার পূর্বে ভালোভাবে পড়ে নিন। 
৭. ফেসবুকে তিন থেকে পাঁচজন ট্রাস্টেড কনটাক্ট যোগ করুন। 

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট