হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আগারগাঁওয়ে তালতলার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক যুবক মারা গেছেন। তিনি মেট্রোরেলের কর্মচারী ছিলেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মৃত শান্তর সহকর্মী আরিফুল ইসলাম জানান, তাঁরা আগারগাঁওয়ে মেট্রোরেলের কাজ করতেন। আগারগাঁও তালতলার একটি বাসার ছয়তলায় শান্তসহ কয়েকজন মিলে থাকতেন। সকাল ১০টার দিকে শান্ত বাইরে বের হন। রুমের সবাই মনে করে যে শান্ত কাজে গেছেন।

তিনি আরও জানান, বিকেলে শাহিন নামের আরেক সহকর্মী ফোনে জানান, শান্ত ছাদ থেকে পড়ে গেছে। তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পঙ্গু হাসপাতালে তাঁকে দেখতে পাই। সেখান থেকে শান্তকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত শান্তর ফুপাতো ভাই তাওহিদুল ইসলাম জানায়, তাঁদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা গ্রামে। বাবার নাম মো. আবু সালেক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল