হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর আগারগাঁওয়ে তালতলার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক যুবক মারা গেছেন। তিনি মেট্রোরেলের কর্মচারী ছিলেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মৃত শান্তর সহকর্মী আরিফুল ইসলাম জানান, তাঁরা আগারগাঁওয়ে মেট্রোরেলের কাজ করতেন। আগারগাঁও তালতলার একটি বাসার ছয়তলায় শান্তসহ কয়েকজন মিলে থাকতেন। সকাল ১০টার দিকে শান্ত বাইরে বের হন। রুমের সবাই মনে করে যে শান্ত কাজে গেছেন।

তিনি আরও জানান, বিকেলে শাহিন নামের আরেক সহকর্মী ফোনে জানান, শান্ত ছাদ থেকে পড়ে গেছে। তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পঙ্গু হাসপাতালে তাঁকে দেখতে পাই। সেখান থেকে শান্তকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত শান্তর ফুপাতো ভাই তাওহিদুল ইসলাম জানায়, তাঁদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার শংকরপাশা গ্রামে। বাবার নাম মো. আবু সালেক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি