হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩‎‎

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাজীপুরের টঙ্গীতে ঝটিকা মিছিল করেছেন। তাঁরা আজ বৃহস্পতিবার ভোরে বনমালা রোডে মিছিলের পর দ্রুত ওই এলাকা থেকে সরে যান। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এই ঝটিকা মিছিলের একটি ভিডিও আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মঞ্জুর নেতৃত্বে ‘গাজীপুর আওয়ামী পরিবার’ লেখা একটি ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার ও তাঁর ছেলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ছবি ছিল। মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়।

‎এ ঘটনার পর পুলিশ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের আটকে অভিযান চালায়। আজ সন্ধ্যায় পুলিশের অভিযানে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিক আটক হন। এর আগে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সোহেল ও মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদারকে আটক করে পুলিশ।

‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ) এস এম নাসিরুদ্দিন বলেন, ঝটিকা মিছিলের ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। আজ সন্ধ্যায় ছাত্রলীগের একজন নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯