নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. সুজন মিয়া (৪৫) নামের এক ইজিবাইকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। আজ শুক্রবার ভোরে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আঁটি ওয়াপদা কলোনি এলাকার রাস্তার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. সুজন মিয়া চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি শাহি মসজিদের পাশে অবস্থিত মনসুর মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় নিহতের পাশে একটি ইজিবাইক ছিল। সে বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি।’
ওসি আরও বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার পরিবারের লোকজন থানায় আছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’