হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

রাজধানীর রামপুরার বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে তেলের লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুঁইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি খিলগাঁও মেরাদিয়ায় লাল মিয়ার গলিতে ভাড়া থাকতেন এবং গুলশানে চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন। 

রামপুরা থানার এসআই মো. শাহরিয়ার হোসেন জানান, মৃত নাসের গুলশানে চিটাগাং বুল হোটেলে ম্যানেজার পদে চাকরি করতেন। থাকতেন মেরাদিয়া এলাকায়। আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এলে বিপরীত দিক দিয়ে আসা একটি তেলের লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে যান আবু নাসের। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

এসআই আরও জানান, এ ঘটনায় তেলের লরিটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির