হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

রাজধানীর রামপুরার বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে তেলের লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পৌনে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুঁইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি খিলগাঁও মেরাদিয়ায় লাল মিয়ার গলিতে ভাড়া থাকতেন এবং গুলশানে চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন। 

রামপুরা থানার এসআই মো. শাহরিয়ার হোসেন জানান, মৃত নাসের গুলশানে চিটাগাং বুল হোটেলে ম্যানেজার পদে চাকরি করতেন। থাকতেন মেরাদিয়া এলাকায়। আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এলে বিপরীত দিক দিয়ে আসা একটি তেলের লরির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে যান আবু নাসের। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

এসআই আরও জানান, এ ঘটনায় তেলের লরিটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’