হোম > সারা দেশ > ফরিদপুর

বাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে তরুণীকে বিয়ের জন্য চাপ, সন্ত্রাসী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক তরুণীকে জিম্মি করে বিয়ের জন্য চাপ দেয় সন্ত্রাসী মেহেদী হাসান দিদার। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক তরুণীকে জিম্মি করে বিয়ের জন্য চাপ দেয় মেহেদী হাসান দিদার (৪২) নামের এক সন্ত্রাসী। কৌশলে ওই তরুণী ৯৯৯-এ ফোন দিলে অভিযান চালিয়ে সন্ত্রাসী দিদারকে গ্রেপ্তার করে পুলিশ। সে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি আজ বুধবার রাত ৮টার দিকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিদার এক তরুণীর বাড়ি গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে এবং বিয়ে করতে হবে বলে জিম্মি করে। তরুণীটি একপর্যায়ে অসুস্থতার ভান করে সেখান থেকে দৌড়ে পাশের এক বাড়িতে গিয়ে ৯৯৯-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দিদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এস আই ফাহিম ফয়সাল তরফদার বলেন, ‘এই ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অন্য দিকে বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে সন্ত্রাসী দিদারের বিরুদ্ধে। এ ছাড়া দিদারের নামে আরও ৯টি মামলা রয়েছে। আমরা তাঁকে খুঁজছিলাম।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু