হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাত্রদল নেতাকে না পেয়ে এইচএসসি পরীক্ষার্থী ভাইকে আটক, মেলেনি জামিন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে তাঁর ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থী আবু রায়হানকে (১৮) আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গত সোমবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার নিজ বাসা থেকে আটক রায়হানকে আদালতের নির্দেশে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

আটক আবু রায়হান ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁর বড় ভাই এ কে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।

আবু রায়হানের আরেক ভাই সাগর অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ২২ জুলাই মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসে। বাসায় তাঁকে না পেয়ে ছোট ভাই রায়হানকে আটক করে। আমরা তখন বলেছি, সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’

সাগর আরও বলেন, ‘তখন পুলিশ বলে, প্রমাণ হিসেবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র থানায় নিয়ে আসবেন। তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। পরদিন সকালে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে থানায় গেলে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে ছোট ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না দিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়ে দেয়।’

সাগর বলেন, গতকাল বুধবার আবু রায়হানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী ২৯ জুলাই রায়হানের পরবর্তী পরীক্ষা। এর আগে জামিন না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে!
 
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করার সুযোগ নেই।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির