হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

আজকের পত্রিকা ডেস্ক­

উড়োজাহাজটি অবতরণের পরপরই ঢাকায় হজরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়। ছবি: ডিএমপির ফেসবুক পেজ থেকে নেওয়া

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) হোয়াটসঅ্যাপে বিমানে বোমা হামলার হুমকির বার্তা আসে। বিকেল ৪টায় পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানান, একটি পাকিস্তানি নম্বর থেকে বার্তা এসেছিল। দুটি ব্যাগ সন্দেহ করা হয়েছিল। তবে কিছুই পাওয়া যায়নি।

এর আগে বোমা হামলার হুমকি পাওয়া ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফের বোমা হামলার হুমকি পাওয়ার বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মাদ কামরুল ইসলাম বলেন, ‘বোমার তথ্য পেয়ে আমরা কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

তিনি বলেন, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) একটি এসএমএসের মাধ্যমে বিমানে বোমার তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি যাচাই–বাছাই করে দেখা হচ্ছে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বোমা থাকার বিষয়টি খটকা লাগছে। তবু আমরা নিরাপত্তা জোরদার করেছি। সেই সঙ্গে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক