হোম > সারা দেশ > গাজীপুর

যানবাহনের ধীরগতিতে ফিরতি পথে ভোগান্তিতে মুসল্লিরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সাদপন্থীদের তত্ত্বাবধানে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাত থেকেই ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জমায়েত হন।

রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হওয়া প্রায় ৩০ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়। তবে রোববার ভোরে ওই সড়কগুলোতে যান চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল সীমিত হয়ে আসে। মোনাজাতে অংশ নিতে এসে ফিরতি পথে পদে পদে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদের।

সড়কে যানবাহন থাকলেও ইজতেমা ময়দান থেকে প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। এতে সড়কে চলাচল করা সব যানবাহনে ধীরগতি দেখা দিয়েছে। 

মো. বিপ্লব মোটরসাইকেলে টঙ্গী থেকে রাজধানীর মহাখালীর উদ্দেশে রওনা দিয়েছেন। গন্তব্যে পৌঁছাতে ৩৫০ টাকা চুক্তি হয়েছে চালকের সঙ্গে। তিনি বলেন, ‘রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে যেতে চাইছেন না চালকেরা। সেই সঙ্গে সড়কে অন্যান্য যানবাহন চলতে শুরু করেছে।’ 

হুমায়রা বেগম মোনাজাতে অংশ নিতে ময়দানের দক্ষিণ পাশে টঙ্গী বাজার এলাকায় অবস্থান নেন। তিনি বলেন, ‘মোনাজাত শেষে আবদুল্লাহপুর-উলুখোলা হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাড়িতে ফিরব। রিকশায় উলুখোলা পৌঁছাতে কয়েক গুণ বেশি ভাড়া চাইছেন চালকেরা।’ 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক বিভাগ (দক্ষিণ) চৌধুরী মো. তানভির বলেন, মুসল্লিরা তাঁদের গন্তব্যে ফিরছেন। সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। রোববার সন্ধ্যার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির