সোনার রিং তৈরির মেশিনের ভেতরে দুই কোটি টাকা মূল্যের সোনা ও স্বর্ণালংকারসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুমন মিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
কুয়ালালামপুর থেকে বাটিক এয়ারের ওডি-১৬২ ফ্লাইটে গতকাল রোববার (৪ মে) রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মালয়েশিয়া প্রবাসী সুমন। তাঁর ব্যাগেজ স্ক্যানিং করে ভেতরে থাকা সোনার রিং তৈরির মেশিন থেকে ১ কেজি ১৯০ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৯৬ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। যার মোট ওজন ১ কেজি ২৮৬ গ্রাম। বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।
এ বিষয়ে আজ সোমবার (৫ মে) ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তা বরুণ দাস জানান, কুয়ালালামপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত সুমন নামের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং করে রিং তৈরির মেশিনসহ ১ কেজি ২৮৬ গ্রাম স্বর্ণপিণ্ড ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দ স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। স্বর্ণগুলো সুকৌশলে রিং তৈরির মেশিনের ভেতরে লুকানো ছিল।
এ ঘটনায় ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বরুণ দাস।
আটক সুমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের বাসিন্দা।