হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

বাকি তিনজন হলেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই সঙ্গে এই পাঁচজনসহ আরও ১২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ দেন। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়। যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাঁদের কারাগার থেকেই রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার পুলিশের দুই উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তাও তাদের দুই মামলায় রিমান্ড প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির