হোম > সারা দেশ > ঢাকা

৪০০ টাকার জন্য ছাত্রলীগ নেতার হাতুড়ির পিটুনিতে কর্মীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় পাওনা ৪০০ টাকার জন্য ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের হাতুড়ির পিটুনিতে আহত কর্মী সাজিদুল ইসলাম মিম (২২) মারা গেছেন। তিনি উপজেলার হোসেন্দী এলাকার ইসমানিরচর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বনভোজনে যাওয়ার জন্য ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংগ্রাম মোল্লার কাছ থেকে মিম ৪০০ টাকা ধার করেন। পাওনা টাকার জের ধরে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে মিম স্থানীয় নাজিরচর থেকে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় ধরে নিয়ে যায় সংগ্রাম মোল্লা (২৪) ও তাঁর লোকজন। পরে মিমকে স্থানীয় অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুলের সামনে নিয়ে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে সংগ্রাম, তুষার, সাব্বির, নিজুম, অপু, আরজু, মো. আতাউর, সম্রাট, শুভসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন। এরপর গুরুতর আহত অবস্থায় মিমকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনার তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে সংগ্রাম ও তার লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে চলেছে। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের সরকারি কাজেও তারা বাধা দিয়ে থাকে। 

এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন। তিনি বলেন, হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় আগেই একটি মামলা করা হয়েছিল। এখন সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার