হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মেহেরুন্নেছা ভূমির (২২) বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।

নিহতের স্বামী মুসা কালিমুল্লাহ বলেন, ‘আমরা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মদিনা চত্বর এলাকায় থাকি। আমাদের এক মেয়ে আছে। আমার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আজ সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে মগবাজার আদ্ব-দীন হাসপাতালে যাচ্ছিলাম।

‘হানিফ ফ্লাইওভারে উঠে সেখানে গুলিস্তান টোল প্লাজার জ্যামে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ পেছন থেকে মনজিল পরিবহনের একটি বাস কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সে মারা যায়।’

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সকালে হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই মনজিল পরিবহনের বাসটিকে জব্দ করা হয় জানিয়ে ঢাকার ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, বাসচালক পলাতক রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ চলছে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল