হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মেহেরুন্নেছা ভূমির (২২) বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।

নিহতের স্বামী মুসা কালিমুল্লাহ বলেন, ‘আমরা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মদিনা চত্বর এলাকায় থাকি। আমাদের এক মেয়ে আছে। আমার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আজ সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে মগবাজার আদ্ব-দীন হাসপাতালে যাচ্ছিলাম।

‘হানিফ ফ্লাইওভারে উঠে সেখানে গুলিস্তান টোল প্লাজার জ্যামে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ পেছন থেকে মনজিল পরিবহনের একটি বাস কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সে মারা যায়।’

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সকালে হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই মনজিল পরিবহনের বাসটিকে জব্দ করা হয় জানিয়ে ঢাকার ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, বাসচালক পলাতক রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ চলছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে