হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মেহেরুন্নেছা ভূমির (২২) বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।

নিহতের স্বামী মুসা কালিমুল্লাহ বলেন, ‘আমরা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মদিনা চত্বর এলাকায় থাকি। আমাদের এক মেয়ে আছে। আমার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আজ সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে মগবাজার আদ্ব-দীন হাসপাতালে যাচ্ছিলাম।

‘হানিফ ফ্লাইওভারে উঠে সেখানে গুলিস্তান টোল প্লাজার জ্যামে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ পেছন থেকে মনজিল পরিবহনের একটি বাস কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সে মারা যায়।’

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সকালে হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই মনজিল পরিবহনের বাসটিকে জব্দ করা হয় জানিয়ে ঢাকার ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, বাসচালক পলাতক রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ চলছে।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে