হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মেহেরুন্নেছা ভূমির (২২) বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।

নিহতের স্বামী মুসা কালিমুল্লাহ বলেন, ‘আমরা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মদিনা চত্বর এলাকায় থাকি। আমাদের এক মেয়ে আছে। আমার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আজ সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে মগবাজার আদ্ব-দীন হাসপাতালে যাচ্ছিলাম।

‘হানিফ ফ্লাইওভারে উঠে সেখানে গুলিস্তান টোল প্লাজার জ্যামে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ পেছন থেকে মনজিল পরিবহনের একটি বাস কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সে মারা যায়।’

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সকালে হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই মনজিল পরিবহনের বাসটিকে জব্দ করা হয় জানিয়ে ঢাকার ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, বাসচালক পলাতক রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ চলছে।

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে