এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ঢাকা জেলা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রোববার সকালে তিনি ঢাকার জেলা জজ হিসেবে কাজে যোগ দেন।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া বেলা ১১টা থেকে তাঁর আদালতে মামলার কার্যক্রম পরিচালনা শুরু করেন।
এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান ভূঁইয়াকে জেলা জজ হিসেবে পদায়ন করা হয়।
গত ৫ অক্টোবর ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী অবসরে যান। এর র শূন্যপদ পূরণের জন্য জনস্বার্থে হাবিবুর রহমান ভূঁইয়াকে জেলা জজ করা হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, হাবিবুর রহমান ভূঁইয়াকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।